Synchronous ICT Book

অধ্যায় প্রথম- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত(জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)

অধ্যায় প্রথম- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

০১. তথ্য প্রযুক্তি বলতে কী বোঝায়?

ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান হচ্ছে তথ্য প্রযুক্তি।

০২. টেলি মেডিসিন কী?

ঘরে বসে চিকিৎসা সেবার পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিন সেবা বলতে বোঝায় মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা।

০৩. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?

EFT-Electronic Fund Transfer. যার সাহায্যে ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময় করা হয়। 

০৪. CAD কী?

CAD এর পূর্ণরূপ হলো Computer Aided Design, এটি একটি বিশেষ সফটওয়্যার যা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কাজ গ্রাফিক্স, ড্রাফটিং, ডিজাইন কিংবা সিমুলেশনের কাজে ব্যবহৃত হয়।

০৫. বারকোড কী?

বারকোড হলো একধরনের স্কানার যা বারকোড (কতগুলো সমান্তরাল রেখা) পড়তে পারে এবং কম্পিউটারে থাকা ডেটা পাঠাতে পারে ।

০৬. ন্যানো টেকনোলজি কী?

 ন্যানো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একটি একক। ন্যানো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র আর টেকনোলজি অর্থ হচ্ছে প্রযুক্তি, ন্যানোমিটার স্কেলে যেসব প্রযুক্তি তৈরি করা হয়েছে তাকে ন্যানোপ্রযুক্তি বা ন্যানো টেকনোলজি বলা হয়ে থাকে। 

০৭. ‘স্মার্ট হোম’ কী?

স্মার্ট হোম হলো এমন একটি বসবাসের স্থান যেখানে রিমোট এর সাহায্যে যেকোনো জায়গা থেকে  সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম,কুলিং সিস্টেম, ফ্যান , লাইট, টিভি, এসি, এয়াকুলার, জানালা ও জানালার পর্দা, ঘরের দরজা, বাসার গেইট, মেইন গেইট সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়।

০৮. বায়োইনফরমেটিক্স কী?

প্রযুক্তির যে শাখায় জব্বিজ্ঞানের সমস্যা ও বায়োলজিক্যাল ডেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি সফটওয়্যার বা টুলস তৈরি করে তাকে জৈব তথ্যবিজ্ঞান বা বায়োইনফরমেটিক্স বলে ।

০৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

বায়োটেকনোলজি ব্যবহার করে কোনো জীব কোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন বের করে অন্য কোনো জীব কোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে।

১০. রোবট কী?

রোবট হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করে ।

১১. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence-AI) হলো এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত জ্ঞান, যা মানুষের চিন্তা-চেতনা গুলোকে কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করে এবং যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে।

১২. Expert System কী?

এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা-ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে।

১৩. নিউরাল নেটওয়ার্ক কী? 

নিউরাল নেটওয়ার্ক হল একটি উন্নত কম্পিউটিং আর্কিটেকচার যা মানুষের মস্তিষ্কে পাওয়া নিউরনের অনুকরণে তৈরি করা হয়েছে। 

১৪. অফিস অটোমেশন কী?

কম্পিউটার সিস্টেমের সাহায্য এক বা একাধিক অফিস পরিচালনার সিস্টেমকে অফিস অটোমেশন বলে ।

১৫. হ্যাকিং কী?

অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার বা কম্পিউটার নেটওয়্যার্কে প্রবেশ করে তথ্য মুছে ফেলে, তথ্য চুরি করে, তথ্য পরিবর্তন করে, ভাইরাস প্রবেশ করায়। এই সব কর্মকাণ্ডকে।

Loading

1 thought on “অধ্যায় প্রথম- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত(জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)”

Leave a Reply to Abir Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart