Synchronous ICT Book

পঞ্চম অধ্যায়ঃ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

 জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 

০১. ভোলাটাইল মেমোরি কী?

যেসব মেমোরি তথ্য সংরক্ষণ করতে পারে না তাদের  অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলা হয়।

০২. প্রোগ্রাম কাকে বলে?

কত গুলো নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। কম্পিউটার প্রোগ্রামও কিছু নির্দেশনার সমষ্টি।

০৩. অ্যাসেম্বলার কী?

যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদ করে করে তাকে অ্যাসেম্বলার বলে ।

০৪. রান টাইম এরর কী?

কম্পিউটারের পোগ্রামে ভুল ডেটা থাকলে অথবা ডেটার ফরমেট ভুল থাকলে রান টাইম এরর বলে ।

০৫. অ্যালগরিদম কী?

কোনো একটি নির্দিষ্ট সমস্যা ধাপে ধাপে সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ননাকে একত্রে  অ্যালগোরিদম বলা হয়।

০৬. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী?

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হল এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ও চিত্র ভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় ।

০৭. অ্যারে কী?

মেমরি লোকেশন যেখানে একই জাতীয় ডেটা সংরক্ষণ করা হয় একটি মাত্র ভেরিয়াবল দিয়ে।

০৮. চলক কী?

চলক বা ভেরিয়েবল হলো মেমরির লোকেশনের নাম বা ঠিকানা। প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয়প্রাথমিকভাবে সেগুলো কম্পিউটারের র‌্যামে অবস্থান করে।

০৯. float ডেটা টাইপ কী?

এই ডেটা টাইপ সিঙ্গেল প্রিসিশন বিশিষ্ট ডেসিম্যাল সংখ্যা (ভগ্নাংশ মান সহ) সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ৪  বাইট ধারণ করতে পারে।   যেমন- 9.81, 345.7633 ইত্যাদি।

১০. সুডো কোড কী?

সূডো(Pseudo) একটি গ্রীক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা সত্য নয়। প্রোগ্রামিং করার পূর্বে মূলত সূডোকোড করা হয়।

১১. Syntax error কী?

কোনো পোগ্রামের ব্যাকরণগত ভুলকে সিনট্যাক্স ভুল বলে।

১২. ভার্চুয়াল মেমরি কী?

কম্পিউটারে র‍্যামের জায়গা কমে গেলে হার্ডডিস্কের একটা অংশকে মেমরি হিসাবে ব্যবহার কৌশলকে ভার্চুয়াল মেমরি বলে ।

১৩. এক্সপ্রেশন কী?

প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত অপারেটর ও কনস্ট্যান্টের উপস্থাপনকে এক্সপ্রেশন বা বর্ণনা বলে ।

১৪. কী ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ কী?

কিওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষার পূর্ব-নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ। প্রতিটি কিওয়ার্ড প্রোগ্রামে একটি নির্দিস্ট কাজ সম্পাদন করে থাকে।

১৫. ডিবাগ কী?

প্রোগ্রামে যেকোনো ভুল চিহ্নিত করতে পারলে সেই ভুলকে বলা হয় বাগ (Bug)। উক্ত ভুল বা Bug কে সমাধান করাকে বলা হয় ডিবাগ (Debug)।

১৬. অনুবাদক প্রোগ্রাম কী?

যে প্রোগ্রাম উৎস(Source) প্রোগ্রামকে বস্তু(Object) প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।

১৭. 4GL কী?

4GL এর পূর্ণরূপ Fourth Generation Language। চতুর্থ প্রজন্মের ভাষাকে অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়। চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেজ সংক্রান্ত ভাষা।

১৮. কম্পাইলার কী?

কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে একসাথে মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

১৯. ফরমেট স্পেসিফায়ার কী?

ফরমেট স্পেসিফায়ার: সি প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের মান ইনপুট আকারে গ্রহণ ও আউটপুট আকারে প্রদর্শনের ফরমেটকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়।

২০. লুপ কী?

একটি প্রোগ্রাম নির্বাহের সময় প্রোগ্রামের আউটপুট না পাওয়া পর্যন্ত বার বার প্রক্রিয়াকরণ করা হলো লুপ ।

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart