১। স্ট্যাটিক ওয়েব সাইট।
২। ডায়নামিক ওয়েব সাইট।
স্ট্যাটিকঃ যে ওয়েব সাইট রান/ চালু করার সাথে সাথে এর কনটেন্ট এর পরিবর্তন হয় না তাকে স্ট্যাটিক ওয়েব সাইট বলে।অর্থ্যাৎ ডেভোলোপার পূর্বে যে সব তথ্য দিয়ে থাকেন ওই সব তথ্যই বার বার প্রদর্শন করে থাকেন। ডেভোলোপার তথ্য পরির্তন না করলে তথ্যর কোনো পরিবর্তন হয় না। বর্তমান সময়ে এই ধরনের ওয়েব সাইটের ব্যবহার দেখা যায় না। শুধু মাত্র html ও CSS ভাষা দিয়ে স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহঃ
১। ওয়েবসাইটের কন্টেন্ট/পেইজ এর সংখ্যা নির্দিষ্ট থাকে।
২। সাধারণত কোন ডেটাবেজ থাকে না ।
৩। কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়।
৪। হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়।
৫। কোনও প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না।
৬। স্ট্যাটিক ওয়েবপেইজের এক্সটেনশন .html বা .htm হয়।
ডায়নামিক ওয়েব সাইটঃ যে ওয়েব সাইট রান/ চালু করার সাথে সাথে এর কনটেন্ট এর পরিবর্তন হয় তাকে ডায়নামিক ওয়েব সাইট বলে। বর্তমান বহুল ভাবে এই ধরনের ওয়েব সাইট ব্যবহার করা হয়। এই ধরনের ওয়েব সাইট সহজেই আপডেট দেয়া যায়।যেমনঃ ফেসবুক ইত্যাদি।
ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহঃ
১। ওয়েবসাইটের পেইজ/কন্টেন্ট এর সংখ্যা নির্দিস্ট থাকে না।
২। ওয়েবসাইটের পেইজ/কন্টেন্ট প্রচুর থাকলেও নিয়ন্ত্রণ করা যায়।
২। প্রচুর পরিমান ডেটাবেজ থাকে।
৩। ডেটাবেজ থাকায় কুয়েরি করে যেকোন তথ্য সহজেই বের করা যায়।
৪। ক্লায়েন্ট ও সার্ভারের মাঝে ফুলডুপ্লেক্স কমিউনিকেশন হয়।
৫। ওয়েবপেইজের এক্সটেনশন .php বা .asp বা .jsp হয়।
৬। বিভিন্ন প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়।
৭। যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়।
৮। লাইভ টেলিকাস্ট করা হয়।
![]()