৪৮তম স্পেশ্যাল বিসিএস এর নাম্বার বন্টন/সিলেবাস কেমন হবে?
নাম্বার বন্টন:
বাংলা( সাহিত্য+ব্যাকরণ) -২০
ইংরেজি (সাহিত্য +গ্রামার)-২০
বাংলাদেশ বিষয়াবলি-২০
আন্তর্জাতিক বিষয়াবলি-২০
গানিতিক যুক্তি -১০
মানসিক দক্ষতা -১০
____________
★সাধারণ অংশ – ১০০
★সাব্জেক্টিভ অংশ – ১০০
______________
মোট- নাম্বার ২০০
- ২০০নাম্বারের পূর্ণাঙ্গ পরীক্ষাই MCQ পদ্ধতিতে হবে।
- ভাইবা- ৫০/১০০ নম্বরের ।
(টেকনিক্যাল অংশ শুধুমাত্র ডাক্তাদের এবং শিক্ষা ক্যাডারের জন্য ভিন্ন ভিন্ন)
শিক্ষা ক্যাডারের জন্য সাব্জেক্টিভ এর সিলেবাস এখানে দেয়া নেই। কারন এখানে ভিন্ন ভিন্ন সাব্জেক্ট এর ভিন্ন সিলেবাস হবে।
সাব্জেক্টিভ এর পূর্ণাঙ্গ সিলেবাস সাথেই যুক্ত থাকুন।
![]()