Synchronous ICT Book

ইনফ্রারেড বা লোহিত আলোক রশ্মি (Infrared)

ইনফ্রারেড বা লোহিত আলোক রশ্মি (Infrared):

         300GHz হতে 400THz পর্যন্ত ফ্রিকোয়েন্সির সীমায় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেড। ট্রান্সমিশনে ইনফ্রারেড লাইট সিগন্যাল পাঠানো হয়। কম দূরত্বের মাঝে ডেটা পাঠানোর জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়। ইনফ্রারেড দেয়াল বা প্রতিবন্ধকতা ভেদ করতে পারে না। এর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 750nm থেকে 1mm পর্যন্ত হয়ে থাকে।

ইনফ্রারেডের ব্যবহারঃ

১। কাছাকাছি স্থানে নেটওয়ার্কিং-এ।

২। কম্পিউটারের সাথে তারবিহীন কিবোর্ড, মাউস, প্রিন্টার সংযোগে।

৩। টিভি, রেডিও, এসি, খেলনা গাড়ির ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেমে।

৪। ঘরের জানালা, দরজা, ফ্যান, লাইট ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেমে।

৫। ইনফ্রারেড ক্যামেরা(যা রাত্রিকালীন দৃষ্টিতে ব্যবহার হয়)

৬। থার্মাল ইমেজিং।

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart