মেশিন বা যান্ত্রিক ভাষাঃ
যে ভাষায় 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম বা কোড লেখা হয় তাকে মেশিন বা যান্ত্রিক ভাষা বলে। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়।
মেশিন ভাষার সুবিধা:
১। মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
২। কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
৩। দ্রুত কাজ করে।
৪। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামে অতি অল্প মেমোরি প্রয়োজন হয়।
মেশিন ভাষার অসুবিধা:
১। শুধু ০ ও ১ ব্যবহার করা হয় বলে মেশিন ভাষা শেখা কষ্টকর ও প্রোগ্রাম লেখাও কষ্টসাধ্য।
২। প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে।
৩। এই ভাষায় লেখা কোনো প্রোগ্রাম সহজে বোঝা যায় না।
৪। এই ভাষায় প্রোগ্রাম লিখলে ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে।
৫। ভুল হলে তা বের করা এবং ভুল-ত্রুটি দূর করা অনেক কঠিন।
৬। এই ভাষা হলো যন্ত্র নির্ভর ভাষা যা এক ধরনের যন্ত্রে জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের যন্ত্রে ব্যবহার করা যায় না।
৭। এই ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন ভালোভাবে জানতে হয়।
![]()