ই–কমার্সঃ
ইলেকট্রনিক কমার্স বা ই–কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র । পন্য বা সেবার উৎপাদন, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, এক্সচেংঞ্জ, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে। যার সাহায্য ক্রেতা শারীরিক ভাবে না গিয়ে সহজেই যেকোনো পণ্য ঘরে বসে কিনতে পারে । কিছু ই-কমার্স প্ল্যাটফর্ম এর উদাহরণ- alibaba.com, amazon.com, daraz.com, rokomari.com, আইফেরি, ই-বিপণন, প্রিয়শপ ইত্যাদি ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে।
| ই–কমার্স এর সুবিধাঃ
১। ঘরে বসেই যেকোনো পণ্য ক্রয় ও বিক্রয় করা যায়। ২। প্রয়োজনীয় পণ্য সহজেই খুঁজে পাওয়া যায়। পণ্যর মান যাচাই করা যায়। ৩। অল্প খরচে ব্যবসা পরিচলনা করা যায় এবং প্রোডাক্ট বেশি সংখ্যক কাস্টমারের কাছে পৌছানো যায়। ৪। ভৌগোলিক সীমাবদ্ধতা কমায় অর্থাৎ প্রোডাক্ট দেশের ভিতরে ও বাইরে যেকোনো জায়গায় বিক্রি ও কেনা যায়। ৫। অল্প খরচে ব্যবসা শুরু করা যায় , নিজস্ব দোখান বা শো-রুম না থাকলেও ব্যবসা শুরু করা যায়। ৬। বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই ও তাৎক্ষণিক অর্ডার আদান ও প্রদানে সুবিধা থাকে ইত্যাদি। |
ই–কমার্স এর অসুবিধাঃ
১। মাঝে মাঝে নকল প্রোডাক্ট বিক্রয় হয়। ২। অনেক সময়ে দূরবর্তী স্থানের অর্ডার ডেলিভারি করতে সমস্যা হয়। ৩। লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে । ৪। রিয়েল পণ্যর যায়গায় ডুপ্লিকেট পণ্যের বিজ্ঞাপন দেয়। ৫। আসল পণ্য দেখার সুযোগ থাকে না। ৬। উন্নত প্রযুক্তি ও দক্ষ লোকজনের অভাবে ব্যবসা ক্ষতি হতে পারে।
|
![]()
Very helpfull content❤️