Synchronous ICT Book

Primary অথবা Basic অথবা Built-in ডেটা টাইপ

Primary অথবা Basic অথবা Built-in ডেটা টাইপ:

char: এই ডেটা টাইপ একটি ক্যারেকটার সংরক্ষণ করে। এটি ১ বাইট ধারণ করতে পারে।  যেমন- ‘A’, ‘a’, ‘B’, ‘C’, ‘+’  ইত্যাদি।

int: এই ডেটা টাইপ পূর্ণসংখ্যা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ২/৪ বাইট ধারণ করতে পারে। যেমন- 10, 300, 6000 ইত্যাদি।

float: এই ডেটা টাইপ সিঙ্গেল প্রিসিশন বিশিষ্ট ডেসিম্যাল সংখ্যা (ভগ্নাংশ মান সহ) সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ৪  বাইট ধারণ করতে পারে।   যেমন- 9.81, 345.7633 ইত্যাদি।

double: এই ডেটা টাইপ ডাবল প্রিসিশন বিশিষ্ট ডেসিম্যাল সংখ্যা( ভগ্নাংশ মান সহ) সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ৮ বাইট ধারণ করতে পারে।  যেমন- 843.345678, 3293.837234 ইত্যাদি।

‘void’ data type: ‘void’ ডেটা টাইপ বলতে বুঝায় কোন ভ্যালু নেই। একটি ফাংশন কোন কিছুই রিটার্ন করবে না বুঝাতে এই ডেটা টাইপ ব্যবহৃত হয়।

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart